সিম্ফনি দেশের বাজারে থ্রিজি প্রযুক্তির নতুন দুটি হ্যান্ডসেট নিয়ে এসেছে । রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল সিম্ফনি বাংলাদেশের পরিচালক রেজওয়ানুল হক এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন দুটি হ্যান্ডসেটের বাজারজাত কার্যক্রম উদ্বোধন করেন।

সিম্ফনির থ্রিজি সম্বলিত নতুন দুটি হ্যান্ডসেট এর মডেল হচ্ছে এক্সপ্লোরার ডব্লিউ৩০ ও ডব্লিউ৭০ এবং হ্যান্ডসেট দুটির দাম যথাক্রমে ৬,৫৯০ ও ১০, ১৯০ টাকা।
এক্সপ্লোরার ডব্লিউ৩০ হ্যান্ডসেটটিতে রয়েছে ১ গিগাহার্টজ প্রসেসর, ৩ দশমিক ৫ ইঞ্চি এইচভিজিএ ডিসপ্লে। অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড অপারেটিং সিস্টেম বিশিষ্ট এ হ্যান্ডসেটের সঙ্গে বিনামূল্যে ৪ জিবি মেমরি কার্ড পাবেন।
অন্যদিকে অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেম চালিত এক্সপ্লোরার ডব্লিউ৭০’তে আছে ১ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ৪ ইঞ্চি এইচভিজিএ ডিসপ্লে ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া দীর্ঘসময় ব্যবহারের উপযোগী এ হ্যান্ডসেটে রয়েছে ২ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।
হ্যান্ডসেট দুটির সঙ্গে বিশেষ অফার হিসেবে রয়েছে বিনামূল্যে টেলিটকের থ্রিজি সংযোগ, টেলিভিশন অপশন, ভিডিও কল, ভয়েস কল, ডেটা ও এসএমএস সুবিধা।
Post a Comment