DISK SPACE FAN 4 দিয়ে আপনার PC এর DUPLICATE FILE গুলো DELETE করুন

Wednesday, December 5, 20120 comments


4 DISK SPACE FAN 4 দিয়ে আপনার PC এর DUPLICATE FILE গুলো DELETE করুন
আপনি আপনার কম্পিউটারে একই ফাইল বিভিন্ন ড্রাইবে বিভিন্ন সময় স্টোর করেছেন। এখন কোন ফাইল ডিলিট করবেন তা নিয়ে দ্বিধায় পড়েছেন বা খুঁজে খুঁজে এত ফাইল ডিলিট করার ধৈর্য্য নেই আপনার। এমতা বস্থায় আপনার জন্য সমাধান হতে পারে Disk Space Fan Pro. এটি duplicate file খুঁজে বের করার পাশাপাশি আপনার কম্পিউটারের disk space analysis করেও দেখাবে। এটি দ্রুত আপনার হার্ডডিক্স ফ্রি করতে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে সাহায্য করবে।
disk DISK SPACE FAN 4 দিয়ে আপনার PC এর DUPLICATE FILE গুলো DELETE করুন
422001 Disk Space Fan   DISK SPACE FAN 4 দিয়ে আপনার PC এর DUPLICATE FILE গুলো DELETE করুন
Features:-সকল ড্রাইভ থেকে ডুপ্লিকেট ফাইল খুঁজে বের করা।
- file name, size, date and content অনুযায়ী গ্রুপ করা।
- একই প্রকৃতির সকল ফাইলের লিস্ট তৈরি করা, যাতে করে আপনি সহযেই বুঝতে পারবেন কোন ফাইলটি আপনার ডিলিট করতে হবে।
- শর্টকাট ব্যবহার করে ডুপ্লিকেট ফাইল Deletes, moves or replaces করা।
- কোন ধরনের ফাইল হার্ডডিক্সের কতটুকু যায়গা দখল করে আছে তা দেখা।
- Unicode filename সাপোর্টেড।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger