রবি গ্রাহকদের জন্যে প্রতিবার রিচার্জে ২৪০০% বোনাস

Wednesday, December 5, 20120 comments


147 bonus every rechargebanner0 রবি গ্রাহকদের জন্যে প্রতিবার রিচার্জে ২৪০০% বোনাস
উদ্যোক্তা, ইজিলোড, এসএমই প্রিপেইড ও প্রিপেইড কর্পোরেট বাদে যেসব রবি গ্রাহক গত ৮ সেপ্টেম্বর ২০১২ কিংবা তারও আগে থেকে তাদের সংযোগ ব্যবহার করেননি তারা এখন প্রতিবার ১২ টাকা রিচার্জ করলে ২৪০০% বোনাস পাবেন।
ঠিক ১২ টাকা রিচার্জে উপযুক্ত গ্রাহকগণ নিচের সুবিধাগুলো পাবেন:
  • ২৪ অননেট মিনিট বোনাস (বিকেল ৫টা থেকে রাত ১১:৫৯টা পর্যন্ত ব্যবহার করা যাবে না)।
  • ২৪টি অননেট এসএমএস বোনাস।
  • ৪৮টি এমএমএস বোনাস।
  • ২৪ এমবি ড্যাটা বোনাস
বোনাসের মেয়াদ হবে (বোনাস দেওয়ার দিন থেকে) ৩ দিন। গ্রাহকগণ যে কোন লোকাল অপারেটরে ২৪ ঘন্টায়ই ১৫ পয়সা/১০ সেকেন্ড (১০ সেকেন্ডে পালস্) ভয়েস ট্যারিফ উপভোগ করবেন। ভ্যাট প্রযোজ্য হবে। এসব গ্রাহক অন্য কোন ট্যারিফ প্লানে মাইগ্রেশন করলে তারা আর বোনাস পাবেন না।
এই অফারের জন্যে আপনার নম্বরটি উপযুক্ত কিনা সেটা চেক করতে ‘A আপনার রবি নম্বর লিখে ৮০৫০ নম্বরে এসএমএস পাঠান।
ফিরে আসার ৭২ ঘন্টার মধ্যেই এই অফার কার্যকর হবে। আর অফারটি কার্যকর হওয়ার পর থেকেই প্রতিবার ১২ টাকা রিচার্জে গ্রাহকগণ বোনাস পাবেন।
বোনাস চেক করতে উপযুক্ত গ্রাহকগণ নিচের ইউএসএসডি কোড ব্যবহার করতে পারেন:
  • ভয়েস- *২২২*৩#
  • এসএমএস- *২২২*১১#
  • এমএমএস- *২২২*১৩#
  • ড্যাটা- *২২২*৮১#
পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত এই অফার চালু থাকবে। উপকৃত হলে জানাবেন। ধন্যবাদ ..
বানান ভূল হতে পারে , হলে মাপ করে দিবেন।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger