
নাটকের সূচনা সঙ্গীত লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।
হানিফ বলেন, ‘আমাদের সমাজে নানান প্রকৃতির মানুষ আছেন। যাদের কেউ বুঝে বোঝেন, কেউ না বুঝেও নিজের মতো করে বোঝেন। তখনই বাড়ে বোঝা-এই বোঝা না বোঝার বোঝা নিয়েই আমার এবারের নাটক। ঈদের একটি শাড়িকে কেন্দ্র করে নাটকের কাহিনী।’
নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মীর সাব্বির, জাকিয়া বারী মম, সাইদ বাবু ও রুনা খান। এ নাটকে আরো অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, সোলায়মান খোকা, শামীম, রোমানা স্বর্ণা, রকিবুল হাসান, দুর্বার, অভিক, লাবণ্য, মতিউর রহমান, নজরুল ইসলাম, পুতুল, ফরিদসহ আরো অনেকে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/ওএস/অগাস্ট ১৫/১২
Post a Comment