চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Saturday, October 13, 20120 comments


চট্টগ্রাম: ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

শনিবার ২২ অক্টোবরের টিকিট বিক্রির মাধ্যমে পাঁচ দিনব্যাপী অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

সকাল ৭টা থেকেই অগ্রিম টিকিট সংগ্রহ করতে যাত্রীদের লাইনে দাঁড়াতে দেখা যায়। তবে টিকিটের মূল্য বাড়ায় অন্য বছরের তুলনায় এবার অগ্রিম টিকেট প্রত্যাশী যাত্রীর সংখ্যা কম বলে জানালেন যাত্রীরা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ছাত্র সায়মন হাসান বলেন, ‘ট্রেনের টিকেটের দাম বাড়ায় এবার যাত্রীদের লাইন দীর্ঘ হয়নি। তাড়াতাড়ি টিকিটও হাতে পেয়েছি।’

তবে রেলের স্টেশন ব্যবস্থাপক সামসুল আলম বাংলানিউজকে বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ কেউ করেনি। তবে প্রথম দিনে লাইন দীর্ঘ হয়নি।’

তিনি জানান, এবার সকাল ৯টার পরিবর্তে সকাল ৭টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ায় যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়নি।
টিকিট পেতে যাত্রীদের কোনো ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে না বলেও দাবি করেন রেলের এই কর্মকর্তা।

ঈদ উপলক্ষে দৈনিক প্রায় ১৬ হাজার যাত্রী চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন এলাকায় যাওয়ার সুযোগ পাবে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

ঈদে চট্টগ্রাম-চাঁদপুর রুটে বিশেষ একজোড়া ট্রেন চলবে উল্লেখ করে সামসুল আলম বাংলানিউজকে জানান, ‘ট্রেন দুটি ২৪ অক্টোবর থেকে ঈদের দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০ ও দুপুর দেড়টায় চট্টগ্রাম ছেড়ে যাবে।’

তিনি জানান, এবার প্রায় ৭০টি অতিরিক্ত কোচ বিভিন্ন ট্রেনের সঙ্গে সংযোগ করায় গত ঈদের চেয়ে দুহাজারেও বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন।

এদিকে, যাত্রীদের নিরাপত্তায় রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী, পুলিশ ও র‌্যাবের অস্থায়ী ক্যাম্প কাজ করছে স্টেশন এলাকায়।

উল্লেখ্য, ঈদে চট্টগ্রাম থেকে নিয়মিত চলাচলকারী প্রতিদিন ৮টি আন্তনগর, ৫টি মেইল, ৫টি লোকাল এবং ৩ দিন একজোড়া বিশেষ ট্রেনসহ ২০টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger