ডেল এক্সপিএস ১৪ জেড

Sunday, October 14, 20120 comments


 আজকাল ডেল ল্যাপটপগুলো শুধু মানেই সেরা তা কিন্তু নয়, বরং বেশ স্টাইলিশ-ও বটে! তেমনি এক সুন্দর মডেল ডেল এক্সপিএস ১৪ জেড । আট সেলের ব্যাটারি, বেশ দ্রতগতির সিপিইউ,প্রয়োজনীয় প্রায় সকল পোর্ট সংযুক্ত,অপেক্ষাকৃত বড় হার্ডড্রাইভ, মানানসই মূল্য সবকিছু মিলেই ল্যাপটপটি সেরা নোটবুকগুলোর মাঝে অন্যতম।
ল্যাপটপটি আকর্ষণীয় ডিজাইনের। এতে ডিভিডি বার্নার এবং ফ্ল্যাশ কার্ড রিডার রয়েছে। অপারেটিং সিস্টেম দেয়া আছে উইন্ডোজ সেভেন হোম প্রিমিয়াম। এর ১৪" এলইডি ব্যাকলিট এলসিডি ওয়াইড স্ক্রিনটির রেজুলেশন ১৩৬৬ বাই ৭৬৮।
এই আলট্রাবুকে রয়েছে ২.৫৫ গিগাহার্জ ইন্টেল কোর আই ফাইভ স্যান্ডি ব্রিজ প্রসেসর, ৭৫০ গিগাবাইট হার্ডড্রাইভ এবং ৮ গিগাবাইট র‍্যাম। সাথে ওয়েবক্যাম তো রয়েছেই।
এটি চমৎকার গ্রাফিক্স কোয়ালিটি এবং মাঝামাঝি সাইজের কারণে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর ওজন ৪.৪ পাউন্ড। ল্যাপটপটির মূল্য শুরু হয়েছে $৭৮৯ মার্কিন ডলার থেকে। সিনেট রিভিউ তে এর অবস্থান দেখানো হয়েছে 'খুব ভালো'।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger