খুলনায় মোবাইল ফোন কোম্পানীর অফিস ঘেরাও

Sunday, October 14, 20120 comments


১১ অক্টোবর সকাল ১০টায় খুলনা মহনগরীর বাংলালিংক, রবি ও টেলিটকের কাষ্টমার কেয়ার ঘেরাও ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। বাংলাদেশ মোবাইল অ্যাসোসিয়েশন খুলনা শাখা এ কর্মসূচি পালন করেছে। অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মোঃ সুজন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, অনেক দিন থেকে আমার আমাদের নায্য দাবিগুলো উপস্থাপন করে আসছি। কিন্তু মোবাইল কোম্পানীগুলো আমাদের দাবিগুলো নজরে নেয় নাই। এমন কি দাবিগুলো বাস্তবায়নের জন্য কোন পদক্ষেপ গ্রহন করে না। তিনি আরো বলেন, আমাদের নায্য দাবি আদায় হওয়ার পর্যন্ত আমনা আন্দোলন করে যাবো।
ঘেরাও কর্মসূচী আরো বক্তব্য রাখেন শেখ মোঃ নাসির উদ্দিন, মোঃ শাহজাহান খান, মোহাম্মদ হোসেন মুন্না, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোঃ জামাল হাওলাদার, মোঃ নুরুল ইসলাম, বিষু লাল দাস, মোঃ ফারুক হোসেন লিটন, উজ্জ্বল কুমার দাস প্রমুখ। সভায় বক্তরা বলেন, আমাদের ৪দফা দাবিগুলো না মানলে খুলনাসহ সারাদেশে একযোগে কঠোর কর্মসুচী গ্রহণ করতে বাধ্য থাকবো।

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger