একটি সচেতনতামুলক টিউন।সবাই একবার হলেও দয়া করে পড়ুন।

Monday, September 17, 20120 comments


আস-সালামু-আলাইকুম।
প্রিয় পাঠক ভাইয়েরা।সবাই কেমন আছেন?আজ কোনো প্রযুক্তি নিয়ে টিউন করবো না।
আমরা প্রায় সবাই গন পরিবহনে (বাস) এ প্রতিদিন যাতায়াত করি।ঢাকার রাস্তায় বাস গুলো অনেক খারাপ ভাবে গাড়ি চালায় যে কারনে প্রায় প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে।অনেকের মৃত্যও ঘটছে।এর মুল কারন অনেক ক্ষেত্রে গাড়ি চালকের এবং অনেক ক্ষেত্রে পথচারির দোষ থাকে।


আমি যে বিষয় টা নিয়ে আলোচনা করবো সেটা হলো অহেতুক বাস ভাঙ্গা নিয়ে।

এই লেখা লিখছি সব ছাত্র দের উদ্দেশ্য করে।এখন  পরিস্থিতি এমন হয়েছে যে কিছু হলেই গাড়ি ভাঙ্গো।গাড়ি/বাস এর ভিতরে যে মানুষ গুলো রয়েছে সেদিকে কেউ খেয়াল রাখছেনা।
কিছু দিন আগে (৩য় রোযায়)অফিস এ যাওয়ার সময় রাম্পুরা ব্রীজ এর উপর বাস ট্রাফিক জ্যাম এ পড়েছে।তুরাগ এর সিটিং বাস।সিটিং বাস এ অতিরিক্ত যাত্রি নেয়া হয়না।গুলশান কমার্স কলেজের ২টা মেয়ে বাস এ উঠতে চাইলো।কিন্তু বাস এর গেট লাগানো।উঠতে দেয়া হয়নি বলে একটা ১০" ইট নিয়ে পিছনের গ্লাস বেঙ্গে ফেলা হলো।এ কি অবস্থা।সাথে সাথে কয়েক জনের হাত পিঠ কেটে রক্তারক্তি অবস্থা।মেয়ে ২টা কে আটক করা হলো।অনেক বকাবকি করা হলো।সামনে ইম্পেরিয়াল কলেজ এবং EWU থাকায় কেউ আর ঝামেলা করেনাই।কারন পড়ে আরো বড় ঝামেলা হয়ে যেতে পারে।
এই যদি হয় অবস্থা তাহলে  মানুষ কিভাবে যাতায়াত করবে??এখন ছাত্র রা এতোটাই বেপোরোয়া হয়ে গেছে যে কিছু হলেই রাস্তা বন্ধ করে গাড়ী ভাংবে।গাড়ির ভিতরে মানুষ গুলো কি করছে সেটার খবর নাই।আমি এরকম কয়েকবার এমন পরিস্থিতি তে পড়েছি।ভাগ্য ভালো একবার ও আল্লাহ তায়ালার রহমতে বিপদ হয়নাই।
আসুন আমরা নিজে সচেতন হই,অপরকে সচেতন করি।জনগনের এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করি।
ঠিক মত গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত।
সবাইকে ধন্যবাদ।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger