বর্তমানে স্মার্টফোন বের হওয়ার পূর্বেই তাদের বিভিন্ন ছবি এবং স্পেসিফিকেশন ফাঁশ হওয়ার গুজব বের হওয়া একটা ট্রেন্ড হয়ে দাড়াচ্ছে। প্রতিটি ফ্লাগশিপ বাজারে আসার আগেই তাদের ছবি এবং স্পেসিফিকেশন সম্পর্কিত গুজব ফাঁশ হয়। কখনো তা সত্য প্রমানিত হয় (যেমন গ্যালাক্সি এস ৪) আবার কখনো তা মিথ্যা। এবার গুজব বের হল গুগলের পরবর্তী ফ্লাগশিপ নেক্সাস ডিভাইসের।

এন্ড্রয়েড বিষয়ক পোর্টাল androidandme দাবি করেছে তারা একটি অসমর্থিত সুত্র থেকে জানতে পেরেছে এবছরের অক্টোবরের দিকে গুগল আনতে যাচ্ছে তাদের নতুন স্মার্টফোন নেক্সাস ৫। এজন্য গুগল বিভিন্ন মোবাইল নির্মাতাদের যে সকল স্যাম্পল বিবেচনা করছে তার মধ্যে এলজির একটি ডিভাইসও আছে যার কোডনেম “Megalodon”। এবং ধারণা করা হচ্ছে এই ডিভাইসটিই হতে যাচ্ছে পরবর্তী নেক্সাস ডিভাইস। ডিভাইসটির স্পেসিফিকেশন সম্পর্কেও বেশ কিছু তথ্য দিয়েছে সুত্র।
সম্ভাব্য স্পেসিফিকেশনঃ
সম্ভাব্য স্পেসিফিকেশনঃ
- 5.2" 1920x1080 OLED Display
- 2.3 GHz Qualcomm Snapdragon 800
- 3GB RAM
- 16MP rear camera by OmniVision capable of recording 4k video
- 2.1MP front camera capable of recording 1080p video
- 3300 mAh Lithium Polymer battery
- Front stereo speakers
- Qualcomm RF360 (LTE 150 Mbps & HSPA+)
এটা এখন পর্যন্ত শুধুই গুজব হলেও প্রায় সব গুলো প্রযুক্তি মাধ্যমেই এটা নিয়ে আলোচনা হচ্ছে। আর আপনাদের আগেই জানিয়েছি পরবর্তী নেক্সাস ডিভাইসটিও গুগল এলজি এর মাধ্যমে তৈরি করবে বলে আগেই সংবাদ প্রকাশিত হয়েছে। আর যেহেতু এখনো মটোরোলা তাদের পূর্ববর্তী পরিকল্পনা অনুযায়ী ডিভাইস তৈরি করছে সেহেতু সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Post a Comment