গুগল ডুডলে বাংলাদেশের 'স্বাধীনতা দিবস'.....

Tuesday, March 26, 20130 comments


আজ ২৬ মার্চ ২০১৩ গুগল ডুডলে স্থান পেয়েছে আমাদের মহান স্বাধীনতা দিবসকে নিয়ে গুগলের দারুন একটি ডুডল। গুগলের ইতিহাসে এটি আমরা প্রথম দেখলাম বাংলাদেশকে নিয়ে বিশেষ কোন ডুডল।
গুগল ডুডলে দেখা যাচ্ছে একটি শিশু সবুজ ভূমিতে পতাকা হাতে তারা বাবা-মা’র সঙ্গে আনন্দে মেতে উঠেছে। দীর্ঘদিন ধরেই ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলের কাছে এ ধরণের দাবি জানিয়ে আসছিল।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গুগলের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই ডুডলটি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। বিশ্ব জুড়ে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে বিভিন্ন সময় এভাবে পরিবর্তিত রূপের প্রকাশ পায় গুগল।
গুগলের লোগোতে উড়োজাহাজের ছবি থাকলে বোঝা যায় ওই দিন বিমান ওড়ার দিন। লোগোতে গাছ-লতাপাতা থাকলে বুঝতে হবে বিশ্ব পরিবেশ দিবস আজ। বরফ দিয়ে তৈরি গুগলের লোগো গলতে শুরু করলে ধরেই নিতে হবে বৈশ্বিক উষ্ণতার বিষয়ে সবাইকে সচেতন করতে চাইছে গুগল।
১৯৯৮ সালের মাঝামাঝি থেকে শুরু করে এখন পর্যন্ত অসংখ্য ডুডল তৈরী করে গুগল পৃথিবীর অনেক ঘটনার কথা আমাদের সামনে তুলে ধরেছে। গুগল ডুডল-এর বিষয়বস্তুতে আছে বিশ্বের ইতিহাস পরিবর্তনে যারা বিভিন্ন অবদান রেখেছেন জন্ম বা মৃত্যু দিন, ঐতিহাসিক ঘটনা, বিভিন্ন দেশের জাতীয় দিবস ইত্যাদি।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger