যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির পাতাল রেলে যোগ হচ্ছে ‘ডিজিটাল ট্র্যাভেল গাইড’।

এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়ার সময় যাত্রীরা বাড়তি কারো সহযোগিতা ছাড়ায় শুধু মাত্র একটু হাতের ছোঁয়াতেই বিশেষ ইন্টারঅ্যাকটিভ ‘অন দ্য গো’ প্রযুক্তির ডিসপ্লের সাহায্যে নিজেই গন্তব্যের স্থান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের মতে এ বছরের শেষ নাগাদ বিশেষ ‘ডিজিটাল ট্র্যাভেল গাইড’ সার্ভিসটি চালু হবে। স্টেশন গুলোতে পাবলিক টেলিফোন বুথের মত করে ৪৭ ইঞ্চি টাচস্ক্রিন পর্দার বিশেষ ডিসপ্লে বসানো হবে।
এ বিশেষ সার্ভিসটির মাধ্যমে যাত্রীরা কাঙ্ক্ষিত স্টেশনের নামের ওপর স্পর্শ করলে মানচিত্রসহ সবচেয়ে সংক্ষিপ্ত রুটের বিবরণ, যাত্রার সময় ইত্যাদি তথ্য স্ক্রিনে ভেসে উঠবে।
তাছাড়া কোনো ট্রেন পৌঁছতে বা স্টেশন ছাড়তে দেরি করলে তার খবরও আগাম জানিয়ে দেবে ‘ডিজিটাল ট্র্যাভেল গাইড’ ‘অন দ্য গো’ কিয়স্ক।
Post a Comment