বর্তমানে অ্যান্ড্রয়েড বাজারে বেশ সাড়া ফেলেছে ওয়ালটন প্রিমো। নিত্য নতুন সাশ্রয়ী স্মার্টফোন বাজারে এনে বেশ শোরগোল ফেলেছে। স্মার্টফোন নিয়ে কোম্পানিটি বেশ আশাবাদী। এর ধারাবাহকতায় এবারও নতুন তিনটি স্মার্টফোন বাজারে আনার ঘোষনা দিলো ওয়ালটন। এগুলি হল প্রিমো আর-১, প্রিমো জি-১ ও প্রিমো এফ-১ মডেলের নতুন স্মার্টফোনগুলো চলতি মাসের মাঝামাঝি বাজারে পাওয়া যাবে। সব স্মার্টফোনেই রয়েছে অ্যান্ড্রয়েড ৪.০.৪ সংস্করণ। চলুন স্মার্টফোনগুলির ফিচারগুলি একনজর দেখি।
Walton Primo R1
নেটওয়ার্ক টাইপ:
ব্র্যান্ড: GSM 850/900/1800/1900, WCDMA 2100MHZ
নেটওয়ার্ক স্পিড: GPRS / EDGE / HSDPA
নেটওয়ার্ক টাইপ: ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডবাই, WCDMA, GSM
স্মার্টফোন:
অপারেটিং সিস্টেম: অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেম-4 (আইসক্রিম সান্ডউইচ)
প্রসেসর: ডুয়েল কোর 1.21GHz
মেমোরি:
র্যাম: 512 মেগাবাইটইন্টারনাল মেমোরি: 4 জিবি
এক্সটারনাল মেমোরি: 8জিবি (ফ্রি), 32 জিবি সাপোর্টেড।
ডিসপ্লে:
রেজুলেশন: 480 × 800 (WVGA) পিক্সেলস্ক্রিন মেটারিয়াল: আইপিএস
স্ক্রিন সাইজ: 4.0 ইঞ্চি
টাচ মোড: মাল্চি টাচ
ক্যামেরা
সামনে: ভিজিএ-0.3 মেগাপিক্সেলপিছনে: 8 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা।
720পিক্সেল ভিডিও রেকডিং
সেন্সর
কম্পাস, এক্সিলারেটর, লাইট সেন্সর, অরিয়েনটেশন সেন্সর, প্রক্সিমিটি,
জিপিএস মডিউল: GPS with A-GPS network-assisted GPS navigation function
জিপিএস মডিউল: GPS with A-GPS network-assisted GPS navigation function
কানেক্টিভিটি
WLAN b/g/n, ব্লুটুথ ভার্সন-4, মাইক্রো ইউএসবি-2
WLAN b/g/n, ব্লুটুথ ভার্সন-4, মাইক্রো ইউএসবি-2
এফ এম রেডিও
এফ এম রেডিও আছে (সাথে রেকর্ডিং)ব্যাটারি : 1500mAh
ফোন সাইট: 125.0 × 63.0 × 10.9mm
রিলিজ ডেট: 24 জানুয়ারী, 2013।
————————————————————————————–
Walton Primo G1
নেটওয়ার্ক টাইপ:
ব্র্যান্ড: GSM 850/900/1800/1900, WCDMA 2100MHZনেটওয়ার্ক স্পিড: GPRS / EDGE / HSDPA
নেটওয়ার্ক টাইপ: ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডবাই, WCDMA, GSM
স্মার্টফোন:
অপারেটিং সিস্টেম: অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেম-4 (আইসক্রিম সান্ডউইচ)প্রসেসর: ডুয়েল কোর 1 GHz
মেমোরি:
র্যাম: 512 মেগাবাইটইন্টারনাল মেমোরি: 4 জিবি
এক্সটারনাল মেমোরি: 8জিবি (ফ্রি), 32 জিবি সাপোর্টেড।
ডিসপ্লে:
রেজুলেশন: 480 × 800 (WVGA) পিক্সেলস্ক্রিন মেটারিয়াল: আইপিএস
স্ক্রিন সাইজ: 4.3 ইঞ্চি
টাচ মোড: মাল্চি টাচ
ক্যামেরা
সামনে: ভিজিএ-0.3 মেগাপিক্সেলপিছনে: 5 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা।
720পিক্সেল ভিডিও রেকডিং
সেন্সর
কম্পাস, এক্সিলারেটর, লাইট সেন্সর, অরিয়েনটেশন সেন্সর, প্রক্সিমিটি,
জিপিএস মডিউল: GPS with A-GPS network-assisted GPS navigation function
জিপিএস মডিউল: GPS with A-GPS network-assisted GPS navigation function
কানেক্টিভিটি
WLAN b/g/n, ব্লুটুথ ভার্সন-4, মাইক্রো ইউএসবি-2
WLAN b/g/n, ব্লুটুথ ভার্সন-4, মাইক্রো ইউএসবি-2
এফ এম রেডিও
এফ এম রেডিও আছে (সাথে রেকর্ডিং)ব্যাটারি : 1800mAh
ফোন সাইট: 130 × 67.5 × 9.8mm
রিলিজ ডেট: 24 জানুয়ারী, 2013।
————————————————————————————————
Walton Primo F1
Sim: ডুয়েল সিম (WCDMA+GSM), ডুয়েল স্ট্যান্ডবাই , 3G সাপোর্ট সাথে ভিডিও কলিং
নেটওয়ার্ক: 2G (GSM/GPRS/EDGE/900/1800 MHZ) 3G(WCDMA 2100 MHZ)
প্রসেসর স্পিড: 1 গিগাহার্জ
মেমোরি: রম: 4 জিবি, র্যাম: 512 মেগাবাইট
অপারেটিং সিস্টেম: অ্যান্ডয়েড 4.0.4 আইসক্রিম স্যান্ডউইচ
ওজন: 153.83 গ্রাম
ডাইমেনশন: 124 X 64 X 11.6 mm
ডিসপ্লে: 4.0″, WVGA(480 X 800 pixels)
ক্যামেরা: পিছনে- 5 মেগাপিক্সেল ( অটোফোকাস)
সামনে- ভিজিএ
মাল্টিমিডিয়া: MP3/MP4, 720 পিক্সেল ভিডিও প্লেব্যাক
এফ এম: এফ এম রেডিও
মেমোরি কার্ড: মেমোরি কার্ড (মাইক্রো এসডি ৩২ জিবি সাপোর্টেড)
সার্ভি:স GPS, Wi-fi 802.11 a/b/g/n, WLAN, Hotspot, HSPA+, MMS
ব্লুটুথ : ব্লুটুথ ভার্সন 3.0
সেন্সর : লাইট সেন্সর, প্রোক্সিমিটি সেন্সর, মোশন সেন্সর
অ্যাপ্লিক্যাশন: ফেসবুক, স্কাইপ, ভাইভার, ইউটিউব, অ্যাংগ্রী বার্ড, টম লাভস এঞ্জেলা, কিংসফট অফিস, অ্যাডবি রিডার।
ইউএসবি: চার্জিং এবং ডাটা ট্রান্সফারিং ( মাইক্রো ইউএসবি)
ব্যাটারি: লিআয়ন 1500 mah
**4 জিবি মেমোরি কার্ড ফ্রি
**রিলিজ ডেট: 24 জানুয়ারী-2013
————————————————————
Post a Comment