এ বছর স্মার্টফোন ও সেলফোনের ভাইরাসের আক্রমন বাড়তে পারে বলে সেলফোন নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে। বিশেষ করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনে ভাইরাস আক্রমণ হওয়ার শঙ্কা বেশি।
ম্যাকাফি ও নরটনের পর বিশ্বের তৃতীয় সফটওয়্যার নিরাপত্তা এ প্রতিষ্ঠান আরো জানায়, স্মার্টফোন ও সেলফোনের ভাইরাস ক্রমেই বাড়ছে। এখন আর এটি উপেক্ষা করা সম্ভব নয়। ডেস্কটপ কম্পিউটারে ভাইরাস সংক্রমণ আর অ্যান্ড্রয়েডে ভাইরাসের সংক্রমণের মাত্রা এখন একই। ট্রেন্ড মাইক্রোর তথ্য অনুযায়ী, গত বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) অ্যান্ড্রয়েডে ভাইরাস আক্রমণ আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ছয় গুণ বেড়েছে। এ সময় ১ লাখ ৭৫ হাজার বার অ্যান্ড্রয়েডে ভাইরাস আক্রমণ হয়েছে। অ্যান্ড্রয়েডের ৩০ হাজারের মতো অ্যাপ্লিকেশন এখন ঝুঁকিপূর্ণ।
গত বছরের চেয়ে এ বছর স্মার্টফোনে ভাইরাস আক্রমণের পরিমাণ তিন গুণ বাড়বে বলে জানিয়েছে ট্রেন্ড মাইক্রো। আর আগামী বছর সেলফোন ও স্মার্টফোনের ভাইরাস ব্যবহারকারীর অ্যাকাউন্টের তথ্যও চুরি করতে পারবে। ফলে স্মার্টফোন ব্যবহারকারীর আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়বে।
প্রতিষ্ঠানটি আরো জানায়, কম্পিউটারের অপারেটিং সিস্টেমের বাজারে উইন্ডোজের মতো স্মার্টফোনে একচেটিয়া রাজত্ব করছে অ্যান্ড্রয়েড। এ কারণে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ভাইরাস আক্রমণ হওয়ার শঙ্কা বেশি। অ্যান্ড্রয়েডকে লক্ষ্য করে ছাড়া ভাইরাসগুলো ক্রমেই আরো উন্নত হচ্ছে।
এদিকে গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের নিরাপত্তা আরো বাড়িয়েছে। এ মাসে অ্যান্ড্রয়েডের নতুন অপারেটিং সিস্টেম জেলি বিনে অ্যাপ স্ক্যানিং সফটওয়্যার বাউন্সার পাওয়া যাবে। এর মাধ্যমে অ্যান্ড্রয়েডের নিরাপত্তা বাড়বে বলে জানিয়েছে গুগল।
Post a Comment