হাইড হয়ে যাওয়া ফাইল খুঁজে বের করুন ।

Saturday, January 5, 20130 comments


আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই আশা করি ভালই আছেন । আজ আমরা দেখব, হাইড হয়ে যাওয়া ফাইল কিভাবে খুঁজে বের করা যায় ।

676514513615115586


ভাইরাস এবং ওয়ার্মের কারনে অনেক সময় কম্পিউটারে সংরক্ষিত বিভিন্ন ফাইল অদৃশ্য (সুপার হাইড) হয়ে যায় । কিছুতেই ওই সব ফাইল খুঁজে পাওয়া যায় না । তবে হিডেন ফাইল নামের একটি সফটওয়্যারের সাহায্যে সুপার হাইড ফাইল খুঁজে বের করতে পারেন । মাত্র ২৬ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ।
ডাউনলোড করার পর জিপ ফাইলটি খুলুন এবং দুবার ক্লিক করে সফটওয়্যারটি চালু করুন । যে ড্রাইভে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি লুকিয়ে আছে Browse করে সেটি দেখিয়ে দিন এবং Search অপশনে ক্লিক করুন । এখন ওই ড্রাইভে থাকা সব ফাইলের তালিকা দেখা যাবে । আপনার কাঙ্ক্ষিত ফাইলের নামের উপর ক্লিক করে চিহ্নিত করুন এবং ডান পাশে Change অপশনে ক্লিক করুন । তাহলেই লুকিয়ে যাওয়া ফাইলটি প্রদর্শিত হয়ে যাবে । একই ভাবে আপনি যেকোনো ফাইল লুকিয়ে রাখতে পারবেন । এ জন্য Change অপশনে ক্লিক করার আগে Hidden অপশনে টিক চিহ্ন দিয়ে নেবেন ।
সবাইকে অনেক ধন্যবাদ, আজ এ পর্যন্তই ।
ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । ভাল লাগলে কমেন্ট করুন, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন সমাধান করে দেব ।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger