৩ ডিসেম্বর (সোমবার), দুপুর ১২টায় বেসিস বোর্ড রুমে Bangladesh Outsourcing Conference 2012 উপলক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ৬ ডিসেম্বর ২০১২, বৃহস্পতিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ এসোসিয়েশন অব সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে এবং ঢাকা চেম্বার অব কমার্স (ডিসিসিআই) ও ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি) এবং সিবিআই নেদারল্যান্ডস-এর সহযোগিতায় এ কনফারেন্স অনুষ্ঠিত হবে http://www.outsourcingconference.com.bd/।
এতে ইউরোপ, আমেরিকা ও এশিয়া থেকে ১২ জন খ্যাতিমান বক্তা তথ্য প্রযুক্তি আউটসোর্সিং বিষয়ে বক্তব্য রাখবেন (তালিকা সংযুক্ত)। উল্লেখ্য, বাংলাদেশে দ্বিতীয়বারের মত বেসিস এ কনফারেন্সের আয়োজন করছে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এ কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বেসিস মনে করে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর, সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান, সিবিআই নেদারল্যান্ডস-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডিক ডিম্যান, নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড (এনটুএফ-২), বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার মার্টিন ল্যাবে বক্তব্য রাখেন। এছাড়াও বেসিস এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বেসিস-এর কিছু ভবিষ্যত কর্মকা- সম্পর্কেও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দকে অবহিত করা হয়। এর মধ্যে আগামী ৫-১১ জানুয়ারি ২০১৩ তে বাংলাদেশ ব্যাংকের সাথে যৌথভাবে ই-কমার্স সপ্তাহ পালন এবং ৬-৯ মার্চ ২০১৩ পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস সফ্টএক্সপো ২০১৩ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
এছাড়া আসন্ন ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ তে বেসিস-এর উদ্যোগে যেসব সেমিনার অনুষ্ঠিত হবে সে সম্পর্কেও আলোকপাত করা হয়।
Post a Comment