ডিসেম্বরে বিজয়ের উল্লাসে মেতে উঠতে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল তার বাংলাদেশের গ্রাহকদের জন্য চালু করেছে বিশেষ সেবা ‘বিজয় ০১৬’।

‘বিজয় ০১৬’এর মাধ্যমে এয়ারটেল গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে আরো স্বাধীনভাবে কথা বলার আনন্দ উপভোগ করতে পারবেন। এ সেবার মাধ্যমে ১০ সেকেন্ড পালস অফার ব্যবহার করে গ্রাহকরা সারাদিনে ০.৪২ টাকা/মিনিটে যেকোন এয়ারটেল নম্বরে আউটগোয়িং কল করতে পারবেন। আর ০.৯৯ টাকা/মিনিটে আউটগোয়িং কল করতে পারবেন অন্য যেকোন অপারেটরের নম্বরে। এই অফারের মাধ্যমে স্থানীয় যেকোন নম্বরে এসএমএস পাঠানো যাবে ০.৩৯ টাকা/এসএমএস রেটে।
এয়ারটেলের বাংলাদেশের গ্রাহকরা বিজয় দিবসে রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত টক টু মি সেবার মাধ্যমে কথা বলতে পারবেন মুক্তিযোদ্ধা এবং বরেণ্য সঙ্গীত শিল্পী ফকির আলমগীরের সাথে। গ্রাহকরা ২০৫০৫ নম্বরে ডায়াল করে তার কাছ থেকে জানতে পারবেন তার মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা এবং তার সঙ্গীত জীবনের যত ঘটনা। এছাড়াও এই বিশেষ দিনে এয়ারটেল গ্রাহকদের জন্য থাকছে বিশেষ রিং ব্যাক টোন (ডায়াল করতে হবে ৭৮৮০০ নম্বরে) এবং বিজয় দিবস উপলক্ষে গান (ডায়াল করতে হবে ৪০৪০ নম্বরে)।
Post a Comment