বিশ্বজিৎ হত্যার প্রতিবাদে ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক I

Thursday, December 13, 20120 comments


কুপিয়ে বিশ্বজিৎ দাসকে হত্যার প্রতিবাদে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। কে বা কারা এটি হ্যাক করেছেন এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত রোববার বিএনপির নেতৃত্বে থাকা ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে পুরান ঢাকায় ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করে।
গতকাল বিকেলে এটি দৃষ্টিগোচর হয়। ছাত্রলীগের ওয়েবসাইট-তে গিয়ে দেখা যায় কালো ব্যাকগ্রাউন্ডে লাল বর্ণে ক্ষমতাসীন এই ছাত্রসংগঠনটির প্রতি ধিক্কারমূলক বিভিন্ন বাক্য লেখা রয়েছে। এবং সেখানে মঙ্গলবার কালের কণ্ঠে প্রকাশিত বিশ্বজিতের খুনি ছাত্রলীগ ক্যাডারদের নিয়ে করা একটি গ্রাফিক্সের ছবি ট্যাগ করে দেয়া হয়েছে।
প্রতিবাদী কয়েকটি বাক্য পড়ার কিছুক্ষণ পরেই বেজে উঠছে রক গান..."সারা শরীর তার ঘামে ভেজা সাঝে সে ফেরে ঘরে/ঋণী তুমি, আমি, আমরা শীত ও তাপ ঘরে/শূন্য গোলা তার ফলেনি ফসল তবু মুক্ত হাসি ঝরে/যান্ত্রিক যাতাকলে পিষ্ট তুমি-আমি হাসি না ভয়ে।"
সাইটে ট্যাগ করা একটি ছবির ওপরে লেখা আছে, এরা বাংলাদেশ ছাত্রলীগ। এরা খুনি, এদের বিচার চাই… বিশ্বজিতের হত্যাকারীদের বিচার চাই। নিহত বিশ্বজিতের আত্মার শান্তি কামনা করি। … আমাদের ক্ষমা করো বিশ্বজিৎ দাদা! তোমাকে রক্ষা করতে ব্যর্থ এ রাষ্ট্র! ধিক এমন সব বর্বরতা সূচনাকারীদের! বিশ্বজিতের আত্মার কাছে আমরা পুরো দেশবাসী ক্ষমা চাইছি। জীবনের নিরাপত্তা, একজন পথচারী হয়ে বেঁচে থাকার অধিকার একটা মৌলিক অধিকার। কোনো রাজনৈতিক দল বা তার ছাত্রসংগঠন পারে না সে অধিকার কেড়ে নিতে… এদের বিচার চাই।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger