আসুন জেনে নেই রাউটারের ডিফল্ট আইপি এড্রেস, উইজার নেম ও পাসওয়ার্ড?

Friday, December 14, 20120 comments



linksysrouter


সালাম নিবেন সবাই।
ধরুন আপনার এক আত্মীয় অথবা, বন্ধু তার কম্পিউটারের রাউটার অথবা, নেটওয়ার্ক ঠিক করতে আপনাকে খবর পাঠালো। কথা মত আপনি সেখানে গেলেন, যেয়ে দেখলেন রাউটারের  ব্র্যান্ড নেম বাদ দিয়ে অন্য কোন ইনফরমেশন নেই। এই ক্ষেত্রে আপনি কি করবেন সেই রাউটারের ডিটেইলস জানতে?
প্রথমে আপনি রাউটারের ডিফল্ট আইপি জানার চেষ্টা করবেন, তারপর, রাউটার সেট-আপের জন্য ডিফল্ট উইজার নেম এবং পাসওয়ার্ড।
এখন, কিভাবে জানবেন?
প্রথম উপায়ঃ রাউটারের সাথে কম্পিউটারের সব সংযোগ ঠিকমত দিন।
তারপর, Run -> CMD টাইপ করে ইন্টার চাপুন -> তারপর, ipconfig টাইপ করে ইন্টার চাপুন।
এখন, Default Gateway-এর পাশে 192.168.x.x অথবা, 10.1.x.x দেখতে পাবেন। সেটাই আপনার রাউটার ডিফল্ট আইপি এড্রেস।
দ্বিতীয় উপায়ঃ নিচের পিডিএফ ফাইলটি সংগ্রহ করুন।
এড্রেস তো পেলেন এখন, রাউটারে লগ ইন করবেন কিভাবে?
দুইভাবে আপনি করতে পারেন, প্রথমত আপনি নিচের পিডিএফ ফাইল থেকে জেনে নিন ডিফল্ট উইজার নেম ও পাসওয়ার্ড। অন্যথায়, যদি পাসওয়ার্ড-উইজার নেম গ্রহণ না করে তাহলে, রাউটারের পেছনে ছোট রিসেট বাটনটি একটি আলপিন/সুই দিয়ে ৫ থেকে ১০ সেকেন্ড ধরে রাখুন। দেখবেন, রাউটার রিস্টার্ট হচ্ছে। তারপর, আবার চেষ্টা করে দেখুন।
এখানে কিছু রাউটারের ডিফল্ট আইপি দেয়া হলঃ
রাউটার প্রস্তুতকারক – ডিফল্ট আইপি
3Com -            192.168.1.1
Apple -            10.0.1.1
Asus –             192.168.1.1, 192.168.1.220
Belkin –           192.168.2.1, 10.1.1.1
Buffalo -           192.168.11.1
Dell -              192.168.1.1
D-Link -          192.168.0.1, 0.30, 0.50, 1.1, 10.1.1.1
Linksys  -        192.168.0.1, 1.1
Microsoft -       192.168.2.1
Motorola -       192.168.10.1, 20.1, 30.1, 62.1, 100.1, 102.1, 1.254
MSI -             192.168.1.254
Netgear -         192.168.0.1, 0.227
Senao -            192.168.0.1
SpeedTouch -  10.0.0.138, 192.168.1.254
Trendnet -        192.168.0.1, 1.1, 2.1, 10.1,
U.S. Robotics-192.168.1.1, 2.1, 123.254
Zyxel – 192.168.1.1, 2.1, 4.1, 10.1, 1.254, 10.0.0.2, 0.138

আরো আইপি, উইজার নেম, পাসওয়ার্ড পাবেন এই ৬ পৃষ্টার পিডিএফ ফাইলেঃhttp://www.answersthatwork.com/Download_Area/ATW_Library/Networking/Network__4-List_of_default_Router_Admin_Passwords_and_IP_addresses.pdf
আশা করি অনেকেই এই পোস্ট থেকে উপকার পাবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
…নিজে জানুন, অন্যকে জানান।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger