ব্লুটুথ দিয়ে ইন্টারনেট ব্যাবহার করুন খুব সহজে

Saturday, October 20, 20120 comments



images

আমি নকিয়া  c3-00 হ্যান্ডসেট ইউজ করছি।এটা দিয়ে খুব সহজে ব্লুটুথ কানেকশান দিয়ে মডেম এর চেয়ে দ্রুত গতিতে ইন্টারনেট ইউজ করছি।
আমি ডেস্কটপ কম্পিওটারে ব্লুটুথ ডিভাইস ব্যাবহার করছি।নকিয়ার যেকোনো জাভা সেটেই এটা করা সম্ভব।আর সিম্বিয়ান হলে তো কথাই নেই।

কিভাবে এটা করতে হয় তা আমি বর্ণনা দিচ্ছিঃ

  • ১.প্রথমে আপনি ব্লুটুথ ডিভাইসটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন।
  • ২.আপনার মোবাইল এর ব্লুটুথ অন করুন।
  • ৩.কম্পিউটারে ব্লুটুথ মেনু থেকে আপনার মোবাইলটা সনাক্ত করুন।
  • ৪.এবার Connect using -"Access Point " নির্বাচন করুন।
ব্যাস হয়ে গেল। দেখুন নরমাল মডেম এর চেয়ে অনেক দ্রুত গতিতে নেট ব্রাউজ করতে পারবেন।

বিকল্প পদ্ধতিঃ

  • কম্পিউটারের স্টার্ট মেনুতে যান।
  • এরপর ডিভাইস এন্ড প্রিন্টারস এ ক্লিক করে আপনার মোবাইল ডিভাইসটা বের করুন।
  • তারপর ৪ নং ধাপ অনুসরন করুন।
  • ল্যাপটপ কম্পিউটারে ব্লুটুথ ডিভাইস দেয়া থাকে।তাই ল্যাপটপে একই পদ্ধতিতে নেট চালাতে পারেন।
এটা আমার প্রথম টিউন।ভাল লাগলে বলবেন।ভুল হলে ক্ষমা করবেন।সবাই ভাল থাকেন।
প্লিজ টিউমেন্ট করতে ভুলবেননা। আপনাদের মন্তব্য আমাকে উৎসাহিত করবে আশা করি।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger