মুভির বিভিন্ন সোর্সসমূহ।

Sunday, September 16, 20120 comments


1
আমরা অনেকেই মুভি ডাউনলোড করি।
2
একেক জন একেকভাবে ডাউনলোড করে।
যেভাবেই ডাউনলোড করুকনা কেনও প্রতিটারই একটা সোর্স থাকে।
আজ আমি এই পোস্ট এ সেই সকল সোর্স নিয়ে আলোচনা করব।
আমি আপনাদের সুবিধারতে আমি সোর্সগুলোকে ৩টি ভাগে ভাগ করলাম।
১/ উত্তম
২/ মধ্যম
৩/ নিম্ন
১/ উত্তমঃ আমি সবসময় এই শ্রেণির মুভি ডাউনলোড করি।
এই শ্রেনির সোর্স গুলো হচ্ছে,
ক/BRRip : এই সোর্সটি Blu-Ray DVD থেকে রিপ করে বানানো হয়ে।
তাই এর ভিডিও এবং অডিও অনেক ভাল মানের হয়ে থাকে।
খ/DVDRip : প্রতিটা মুভির একটা অরিজিনাল ডিভিডি বের হয়ে।
রিপাররা সেই ডিভিডি থেকে মুভিটা রিপ করে নেট এ আপ্লোড করে।
তাই এর মান অরিজিনাল ডিভিডি এর মত থাকে।
গ/HDRip : এই রিপটা খুব কম মুভির হয়ে থাকে।
এই রিপটি তখন করা হয়ে,জখন মুভিটি টিভিতে চলে আসে।
২/মধ্যম : এই শ্রেণির মুভিগুলো অধিকাংশই বলিউডের।
এই শ্রেণির সোর্স গুলো হচ্ছেঃ
ক/DVDScr
খ/SCR
গ/WebRip
এই শ্রেণির সোর্সগুলো সম্পর্কে আমি তেমন বেশি কিছু জানি না।
৩/ নিম্ন : এই শ্রেণির মুভির সোর্স মূলত Cinema Hall।
এই শ্রেণির সোর্স গুলো হচ্ছে,
ক/Scam
খ/Cam
গ/HD CAM
ঘ/pDVD
ঙ/TS/R5/R6

camera এর মান অনুযায়ী এইসকল নামকরন হয়েছে।
তবে TS/R5/R6 এক বিশেষ টেকনিকের সাথে করা হয়ে, যার সম্বন্ধে আমার তেমন ভাল জানা নেই।

আরো বিভিন্ন সোর্স রয়েছে তবে সেগুলো খুব কম দেখা যায়ে।
আমরা সর্বদা তাদের প্রতি কৃতজ্ঞ।

আজ এখানেই শেষ করছি।
কোন কিছু জানতে হলে কমেন্ট করবেন।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger