এখন থেকে ল্যাপটপ বা পিসি ওপেন করুন আপনার ছবি দেখিয়ে

Sunday, September 16, 20120 comments


পাসওয়ার্ডের দিন শেষ। এবার আপনার ছবিকেই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন। এই পদ্ধদিতে আপনি আপনার কম্পিউটার নিজের চেহারা দেখিয়ে পাসওয়ার্ড সেট করতে পারবেন এবং আপনার চেহারার ছবিটি হবে আপনার কম্পিউটার এর পাসওয়ার্ড। সব গুলো কাজ সঠিক ভাবে করলেই আপনার চেহারাই হয়ে যাবে আপনার পাসওয়ার্ড। জিনিসটা সুনতে কিছুটা কঠিন মনে হলেও এত কঠিন কিছু কাজ না এটি। একদমই সহজ একটি কাজ আমি বিস্তারিত উপস্থাপনা করছি।
কি কি প্রয়োজনঃ
একটি ওয়েব ক্যাম
একটি সফটওয়্যার
যেভাবে করবেনঃ
বর্তমানে অনেক ল্যাপটপ বা নোটবুকে দেখা যায় উইন্ডোজ এ লগইন করতে গতানুগতিক পাসওয়ার্ড এর পরিবর্তে ফেস ডিটেকশন বা ফিঙ্গার প্রিন্ট ডিটেকশন সিস্টেম থাকে। এইসব ল্যাপটপের মূল্যও হয় অনেক বেশি। আমরা যারা ডেস্কটপ পিসি ব্যাবহার করি বা ল্যাপটপে ফেস ডিটেকশন সিস্টেম নাই, তাদের জন্য নিয়ে এলাম ফেস ডিটেকশন সফটওয়্যার ( ফ্রী ফুল ভার্সন) যা উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ সেভেন এ ব্যাবহার করা যাবে। আপনার ল্যাপটপ/ডেস্কটপ এ একটা ওয়েবক্যাম থাকলেই হল।
ডাউনলোড লিংক
প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন
যেভাবে ইন্সটল করবেনঃ
  • প্রথমেই আপনার পিসি টাকে control panel/user account এ যেয়ে passward protected করে নিন।
  • ডাউনলোড করা ফাইল টি UNZIP করে নিন। এভাবেঃ
  • UNZIP করার পর folder টা ওপেন করে “LuxandBlinkProSetup” এ ডাবল ক্লিক করুন।
  • রিস্টার্ট করুন… এবং পাসওয়ার্ড এর পরিবর্তে আপনার চেহারা দেখিয়ে পিসি তে লগইন করুন। ধন্যবাদ।
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NETWORK - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger